নিজস্ব সংবাদদাতা(শ্রীময়ী নাথ), ০৩/১১/১৯
এবার সোয়েটার চাদর রোদে দেওয়ার সময় হয়েছে শহরবাসীদের। কারন জাকিয়ে শীত পড়তে চলেছে কলকাতায়। এক ধাক্কায় পারদ নেমে গেল ৩ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি। মঙ্গলবার একলাফেই তা নেমে দাঁড়াল ১৬ ডিগ্রির কোঠায়। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন রাজ্যে উত্তর-পশ্চিম শীতল হাওয়া প্রবেশ করায়, এই ঠান্ডার আমেজ বজায় থাকবে আরও ৪৮ ঘণ্টা। শুধু কলকাতাই নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও একই চিত্র। বেলা অবধি কুয়াশা থাকলেও শীত বিলম্বিত।
আরও পড়ুন… ফের দাম বাড়ল রান্নার গ্যাসের…
অতঃপর ঠান্ডার আমেজ উপভোগ করা থেকে বঞ্চিত ছিলেন কলকাতাবাসী তথা রাজ্যবাসী। তবে অবশেষে শীত নামল রাজ্যজুড়ে। কলকাতা-সহ শহরতলি এবং গোটা রাজ্যেই মঙ্গলবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহেই ঠান্ডা আরও বাড়বে বাংলায়। আর ডিসেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে শীত নামবে শহর তথা রাজ্যে।