নিজস্ব সাংবাদদাতা(সায়ন্তনী বড়াল), ১৪/১১/১৯
বর্তমানে ৮৩-র শ্যুটিংয়ে ব্যস্ত রণবীর, দীপিকা।এই সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং, দীপিকা করছেন রোমি দেবের চরিত্র।২০১৮ সালে ইতালিতে গিয়ে বিয়ে সারেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন।বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীতে তিরুপতি মন্দিরে হাজির রণবীর সিং এবং দীপিকা পাডুকন।ব্যস্ততা থেকে সময় বের করেই প্রথম বিবাহবার্ষীকিতে বালাজি মন্দিরে ছুটে যান রণবীর-দীপিকা।
আরও পড়ুন…গোলাপি বলে মজে ক্যাপ্টেন কোহলি
প্রথমে দক্ষিণী রীতি অনুসরণ করে তারপর সিন্ধি মতে রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দীপিকা ।বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীতে এবার তিরুপতি মন্দিরে সপরিবারে পাড়ি দেন ভারতের অন্যতম পাওয়ার কাপল ।তিরুপতি বিমানবন্দরে নেমে সোজা বালাজি মন্দিরে পৌঁছে য়ান রণবীর সিং এবং দীপিকা পাডুকন।লাল রঙের বেনারসি শাড়ির সঙ্গে সিদুঁর পরে, ভারি গয়নায় সাজেন দীপিকা, অন্যদিকে রণবীরের পরনে ছিল শেরওয়ানি এবং লাল রঙের দোপাট্টা।
জানা যাচ্ছে, বালাজির আর্শিবাদ নিয়ে এরপর পঞ্জাবের অমৃতসরে উড়ে যাবেন রণবীর দীপিকা, স্বর্ণমন্দিরে প্রার্থনা করে তবেই ফিরবেন মুম্বই।রণবীর, দীপিকার প্রথম বিবাহবার্ষিকতে তাঁদের সঙ্গে যোগ দেন সিং পরিবার এবং পাডুকন পরিবারের প্রত্যেকে।