উদ্ধার রক্তাক্ত সাত বছরের শিশু
নিজস্ব সংবাদদাতা(সঞ্চিতা গাঙ্গুলী),২০.০৭.২০১৯,উত্তরপাড়া
উত্তরপাড়া শখেরবাজার এলাকায় সাত বছরের শিশু কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বালিঘাট ও বালিহল্ট স্টেশনের রেল লাইনের পাশ থেকে,ঘটনায় আটক প্রতিবেশী যুবক, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
কংগ্রেস পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
গতকাল দুপুর এক টার কিছু পরে পাশের বাড়ির যুবক অভি ঘোষ ওই সাত বছরের শিশুটিকে নিয়ে যায় বলে অভিযোগ শিশুটির পরিবারের।বিকালের দিকে বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মাঝখানে রেল লাইনের ধার থেকে,রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।তারপর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে,রক্তক্ষরণ এতো টাই বেশি ছিল যে ভালো চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়।প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য ফুঁসলিয়ে নিয়ে যাবার অভিযোগ দায়ের হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানায়,আটক করা হয় অভিযুক্ত যুবক অভি ঘোষ কে।শিশুটির পরিবারের অভিযোগ এর আগেও এই ছেলেটির বিরুদ্ধে চুরি ছিনতাই অভিযোগ আছে।ছেলেটির বাড়ির লোক এই মুহূর্তে পলাতক।
কংগ্রেস পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
যদিও শিশুটি বর্তমানে এন আর এস মেডিকেল কলেজে গুরুতর আহত অবস্থায় ভর্তি।সূত্রের খবর ঠিক কি কারণে প্রথমে দুপুরে এলাকা থেকে নিখোঁজ ও পরে রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তা পরে পুলিশি তদন্তে উঠে আসবে,যদিও ওই অভিযুক্ত যুবকের হঠাৎ উত্তরপাড়া থানায় আসা ও ঠিক তার পরেই রেল লাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার তা সত্যিই ভাবাচ্ছে শিশুটির পরিবারটিকে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকাবাসীদের দাবী ওই অভিযুক্ত যুবক এর আগেও অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল,তাই তাঁরা চান অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক।