ভারতীয় হিসেবে সচিনের পর নতুন নজির ধোনির
নিজস্ব সাংবাদদাতা(সায়ন্তনী বড়াল), ৯/৭/১৯
দ্বিতীয় ভারতীয় হিসেবে ৩৫০ ম্যাচ খেলে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সচিন তেন্ডুলকরের পরেই নিজের নামের পাশের ৩৫০ ম্যাচ লিখিয়ে নিলেন মাহি।এদিন নিউ জিল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলতে নামলেন ধোনি। আর সেই ম্যাচ খেলতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ৩৫০তম ম্যাচটি খেলতে নামলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বের ক্রিকেট ইতিহাসে দশম ক্রিকেটার হিসেবে ৩৫০ ম্যাচ খেললেন বিশ্বসেরা ফিনিশার।
এখনও অবধি ৩৪৯ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ধোনির ঝুলিতে রয়েছে ১০,৭২৩ রান। গড় ৫০.৫৮। তবে ধোনি তাক লাগিয়েছেন স্টাম্পিং আর ক্যাচ আউট করে। আজকের হিসেব বাদ দিলে ৩৪৯ টা ওয়ান ডে ম্যাচে ৩২০টি ক্যাচ লুফেছেন ধোনি। তাঁর স্টাম্পিংয়ের মাধ্যমে দল উইকেট ফেলেছে ১২৩টি।
Loading...