Home ২৪ পরগনা(উঃ ও দঃ) অবৈধ সম্পর্কে জড়িত দেওর ও বৌদি

অবৈধ সম্পর্কে জড়িত দেওর ও বৌদি

0
161

নিজস্ব প্রতিবেদন (দেবস্মিতা ঘোষ) ২৫.০৭.২০২০:ঘটনাটি রায়দিঘী থানার অন্তর্গত রাজায়াখাকীর। স্থানীয় সূত্রে খবর রাজুয়াখাকীর স্থানীয় বাসিন্দা লক্ষণ ঘরামী তার বৌদির সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্কে জড়িত ছিল । মাসখানেক আগে বাড়ি থেকে পালিয়ে যায় দুজন,সংসার করেন সকালে গ্রামের বাড়িতে অবশেষে দুজন ফিরলে গ্রামবাসীরা দুজনকে পোস্টারে বেধে মারধর করেন। বর্তমানে মারধরের পর দুজনকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রায়দিঘি থানা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here